গুলশান থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন - BNF24 গুলশান থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন - BNF24
  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

গুলশান থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন

বিএনএফ২৪ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির(বিজেপি) গুলশান থানা কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। তিনি তার বক্তব্যে দলের ঐক্য, শৃঙ্খলা ও আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার দৃঢ়।”

বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলনে গুলশান থানা শাখার নবনির্বাচিত সভাপতি :দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক :কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক :ইব্রাহিম হোসেন গুলশান থানা স্বেচ্ছাসেবক পার্টি নেতৃবৃন্দকে পরিচিত করানো হয়।


এ রকম আরো সংবাদ...

Unicode to Bijoy Converter