জনগণের প্রত্যাশিত সন্দ্বীপ গড়বো: রফী উদ্দিন ফয়সাল - BNF24 জনগণের প্রত্যাশিত সন্দ্বীপ গড়বো: রফী উদ্দিন ফয়সাল - BNF24
  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

জনগণের প্রত্যাশিত সন্দ্বীপ গড়বো: রফী উদ্দিন ফয়সাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

চট্রগ্রাম -৩ আসনে (সন্দ্বীপ) বিএনপির মনোনয়ন প্রত্যাশি রফী উদ্দিন ফয়সাল বলেছেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী ফেব্রুয়ারির এই নির্বাচনটি যাতে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করছি এবং করব।

গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে দেশে যে গণতান্ত্রিক-নির্বাচিত সরকার আসবে, তাদেরকেও আমরা সহযোগিতা করব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে। সে অনুযায়ী জনগণের প্রত্যাশিত সন্দ্বীপ গড়তে আমরা কাজ করছি।
বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপ পৌরসভা ৬নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় দীর্ঘ ১৫ বছরের অবহেলিত একটি সড়কের সংস্কার কার্যক্রম সম্পন্ন করে তিনি।

রফী উদ্দিন ফয়সাল বলেন, দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। যে গণতন্ত্র একবার এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকবার এনেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে সর্বশেষ ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করেছি। এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলে মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে।

এদিন ৬ নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি গণসংযোগকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ। এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন কমিশনার, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আফছার সহ উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ রকম আরো সংবাদ...

Unicode to Bijoy Converter