সন্দ্বীপে ধানের শীষের পক্ষে রফী উদ্দিন ফয়সালের গণসংযোগ - BNF24 সন্দ্বীপে ধানের শীষের পক্ষে রফী উদ্দিন ফয়সালের গণসংযোগ - BNF24
  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

সন্দ্বীপে ধানের শীষের পক্ষে রফী উদ্দিন ফয়সালের গণসংযোগ

বিএনএফ২৪ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করছেন চট্টগ্রাম-৩ আসন (সন্দ্বীপ) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রফী উদ্দিন ফয়সাল। দলীয় নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। রোববার হারামিয়া ইউনিয়নের ৫ নং ও মগধারা ১নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল বলেন, তরুণ প্রজন্মই হলো আগামীর বাংলাদেশ। দেশের অগ্রগতি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সন্দ্বীপের বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। তারা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সন্দ্বীপ চায়।
মনোনয়ন প্রসঙ্গে রফী উদ্দিন ফয়সাল বলেন, দল যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি সন্দ্বীপকে একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, সন্দ্বীপে যে-সব শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত নয়, আমি সেগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নেবো। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোর জরাজীর্ণ অবস্থা দূর করে তিন মাসের মধ্যেই সংস্কারকাজ শুরু করব ইনশাল্লাহ। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


এ রকম আরো সংবাদ...

Unicode to Bijoy Converter