এবিএন গ্রুপের সাবেক চেয়ারম্যান কর্নেল সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি কনকর্ড রয়েল কোর্টে বাদ জোহর কুরআনখানি, দোয়া ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়।
এসময় সৈয়দ সাহাবুদ্দিন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন তার ছেলে সৈয়দ সাদাত আহমেদসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারগণ মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত হন।
মরহুমের রেখে যাওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারাও মিলাদে অংশ নিয়ে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।