এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের কাছে ঘরের মাঠে হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে ৩-৪ ব্যবধানে হেরে যান হামজা-শমিতরা। এই হারের পর ফের সমালোচনা শুরু হয়েছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে। তার ম্যাচ পরিকল্পনা ও কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে কোচের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।
ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক তাবিথকে জিজ্ঞাসা করেন, এরপরও কাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যাবে কি না?
বাফুফে সভাপতি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এখন এগুলো নিয়ে মন্তব্যের সময় না। (মাত্রই) ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ–পরবর্তী একটি ব্রিফিং হবে। তখন বিস্তারিত কথা বলব।’
হংকংয়ের বিপক্ষে ম্যাচ হারলেও বাংলাদেশের খেলায় পরিবর্তন এসছে বলেই মনে করেন বাফুফে সভাপতি। পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে আবার ম্যাচে ফিরে আসাকে তিনি উন্নতি হিসেবেই দেখছেন।
তাবিথ বলেন, ‘আমি দর্শকের দিক থেকে দেখি, একটি ম্যাচে ৭টা গোল হয়েছে। এটি অবশ্যই একটি বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফিরেছে বাংলাদেশ, এটিও মানসিকভাবে বড় উন্নতি। আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমাদের অতীতে ও আগামীতে কী আছে চিন্তা করতে হবে।’